Discussions
Messi
over 1 year ago by Munna blog
মেসির গোল
যুক্তরাষ্ট্রে লিওনল মেসি কাটাচ্ছেন দারুণ সময়। সর্বজয়ী এই ফুটবলারের আর পাওয়ার বাকি নেই কিছুই। তাই চাপমুক্ত থেকে ফুটবলটা খেলতে চান। মেসি যে আনন্দে আছেন, ফুটবল উপভোগ করছেন তার প্রমাণ মেলে ইন্টার মায়ামির হয়ে তার পারফরম্যান্সে। মেজর লিগ সকারের (এমএলএস) দলটির হয়ে জাদুকরি ফুটবলে বুঁদ করে ফেলেছেন বেরসিক আমেরিকানদের।